সাইফুল আমিন, স্পেন থেকে : ইউরোপের দেশে স্পেনে আবারও বেড়ে চলেছে করোনার দাপট। দেশটির বিভিন্ন শহড়ে,বাংলাদেশিসহ নতুন করে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ, এতে দুঃচিন্তায় দিন পার করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
ইউরোপে দেশ স্পেনে,করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় আঘাতের আশঙ্কা কয়েক মাস আগ থেকেই জারি ছিল। সম্প্রতি সে আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে,দেশটিতে স্পেনিসদের পাশাপাশি ৪৭ জন বাংলাদেশি নতুন করে আক্রান্ত হওয়ায় অনেক টা ভয়ের মধ্যেই দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা,এর মধ্যে ৪২ জন বাংলাদেশি হস্পিটালে চিকিৎসাধীন, এবং বাসাতে চিকিৎসা নিচ্ছেন ৫ জন। ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর নিচ্ছিত করেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দরা।

স্পেন সরকার দেশটিতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব বজায় রেখে জরুরী কাজে বাহিরে আসা, সমুদ্র সৈকত,পার্ক এবং জনসমাগম স্থল গুলোতে আসতে নিরুৎসাহিত করার পাশাপাশি নতুন করে আলবাছেতে শহড়ে ২৪ ঘন্টা লকডাউন জারী সহ কিছু কিছু শহড়ে প্রকাশ্যে ধুমপান করার প্রতি নিষেধাজ্ঞা জাড়ি করে। এরই পরিপেক্ষিতে আবারও বড় ধরনের লোকসানের সম্মুখীন হওয়ার আশংকা করছেন,প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা,
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য-জুনের পর সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে,এবং ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্পেনে সংক্রমণের হার অনেকটাই বেশি।
দেশটিতে গত ২৪ ঘন্টায়(২১ আগষ্ট)আক্রান্ত হয়েছেন ৩৬৫০জন। সর্বমোট আক্রান্ত প্রায় ৪ লক্ষ ১০ হাজার মৃত্যুবরন করেছে ২৮৮৩৮ জন।