সাইফুল আমিন, স্পেন থেকে : স্পেনে নজিরবিহীন তুষারপাতে অবরুদ্ধ হয়ে পড়েছে স্পেনের প্রায় অর্ধেক অঞ্চল। তুষারঝড় ফিলোমেনার প্রভাবে বিপর্যস্ত জনজীবন। এখন পর্যন্ত ৪জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাদ্রিদসহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ করে দেয়া হয়েছে মেট্রোরেল ছাড়া সব গণপরিবহন।
মাদ্রিদে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় হালকা তুষারপাত। কিন্তু মাত্র দু’দিনের মাথায় তা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। স্থানীয়রা বলছেন, মাদ্রিদের ইতিহাসে এটাই সবচেয়ে বড় তুষারপাত।

গত তিনদিন চলা তুষারপাত বন্ধ হয়নি ক্ষণিকের জন্যও। এতে মাদ্রিদের সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্দশা।
তবে শত কষ্ট উপেক্ষা করে অনেকেই মেতে উঠেছেন তুষার আনন্দে। ইতিহাসে সবচেয়ে বড় তুষারপাত দেখার স্বাক্ষী হতে রাস্তায় নেমে আসেন তারা।
মাদ্রিদ কর্তৃপক্ষ ভ্রমণ এড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহবান জানিয়েছে মাদ্রিদ কর্তৃপক্ষ। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনের মতে, চলমান তুষারপাত আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।