সাইফুল আমিন, স্পেন থেকে : স্পেনের রাজধানী মাদ্রিদের সোলে অনিয়মিত অভিবাসীদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলাসহ বিভিন্ন দেশের ১৪টি মানবাধিকার সংগঠন সম্মিলিতভাবে পূর্ব ঘোষণানুযায়ী এ আন্দোলনের ডাক দেন। ৯ দফা দাবি নিয়ে রাজধানী মাদ্রিদের বিভিন্ন এলাকায় র্যালি শেষে মাদ্রিদের প্রাণকেন্দ্র সোলে এসে সমাবেশের মাধ্যমে বিক্ষোভটি শেষ করা হয়। এতে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ,কন্টাক্ট ছাড়া ওয়ার্ক পারমিট, কৃষি কাজে নিয়োজিত অবৈধ প্রবাসীদের জন্য বিনা শর্তে ডিক্লারেশন ও কর্মসংস্থানসহ ৯টি দাবি তুলে ধরা হয়।

র্যালিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ঐতিহাসিক “সল” চত্বর।এতে বাংলাদেশি অভিবাসী ছাড়াও বিভিন্ন দেশের প্রায় কয়েক হাজার অভিবাসী অংশগ্রহণ করেন। স্পেনিস মানবাধিকার সংগঠন রেড সলিরিদাদের আকখিদা নিলেসের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে তররেস পেরেজ পেপা,সেন্দাদে কুইদাদের কার্লুস মাইতে,তাবাকারোলা কার্লুস, বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহীসহ শাওন আহমেদ, মো. জুলহাস মিয়া, আল আমিন পলোয়ানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।