শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, স্কাউট হচ্ছে যুব সম্প্রদায়ের জন্য একটি শিক্ষামূলক গতিশীল আন্দোলন। যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য অরাজনৈতিক আন্দোলন। আর স্কাউটিং যুব সম্প্রদায়কে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক শিক্ষা দিয়ে সৎ, সুন্দর, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা স্কাউট কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, অ্যাডভোকেট শদাকত আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শুকরানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম সরকার, সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী প্রমুখ।
কাউন্সিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে পদাধিকার বলে সভাপতি, বিপুল ভূষণ রায়কে কমিশনার, সহ-সভাপতি যথাক্রমে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, গোলাম আকবর চৌধুরী, মাওলানা মোবাশ্বির আহমদ ও আব্দুর রউফ। সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রত্মা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া ও কোষাধ্যক্ষ আহসান হাবিব।