ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার Logo এমপি মজিদ খানের মধ্যস্থতায় বানিয়াচং সৈদারটুলা ছান্দের ২ গ্রুপের দ্বন্দ্ব নিরসন Logo মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়ায় মুফতি হাফিজুল হককে সংবর্ধনা প্রদান Logo আজমিরীগঞ্জে নিত্যপণ্যের মূল্য চড়া: ক্রেতাদের নাভিশ্বাস Logo একজন কর্মবীর সফল এমপি আব্দুল মজিদ খান Logo বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’কে বিদায় সংবর্ধনা Logo জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মনজুর চৌধুরী Logo বানিয়াচংয়ে ইফা শিক্ষকদের নিয়ে ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত Logo আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে ২০লিটার চোলাই মদ জব্দ : আটক-১ Logo প্রিয় নবী মুহাম্মদ (সা.) হলেন গোটা জাতির জন্য উত্তম আদর্শ

স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হলেন ফয়ছল চৌধুরী

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৫১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • ১২৬ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, ব্রিটেন থেকে : স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হলেন ফয়ছল চৌধুরী এমবিই। ২০২১সালের মে মাসে অনুষ্ঠিতব্য স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি থেকে লোদিয়ান রিজিওনে লিস্টের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন ফয়ছল চৌধুরী এমবিই।প্রথম বারের মত স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত কেউ প্রার্থী হিসাবে যুক্ত হলেন। আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে লেবার পার্টির অভ্যন্তরীণ দলীয় নির্বাচন।এতে গোপন ব্যালটের মাধ্যমে দলের সাধারণ সদস্যরা লোদিয়ান রিজিওনের নমিনেশন প্রাপ্ত সর্বমোট ১০জন প্রার্থীকে ক্রমানুসারে ভোট দিবেন।উক্ত নির্বাচনে পছন্দের তালিকায় প্রথম স্থানে নির্ধারণ করতে ক্যাম্পেইন শুরু করেছেন ফয়ছলচৌধুরী।স্কটিশ পার্লামেন্টের রিজিওন্যাল লিস্টে সাধারণত ১ম থেকে ৪র্থ স্থানে অবস্থানকারীরা এমএসপি হিসাবে চুড়ান্ত মনোনয়ন পেয়ে থাকেন। ২০১৭ সালে বৃটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির হয়ে এডিনবরা সাউথ ইস্ট আসনে লড়াই করেন ফয়ছল চৌধুরী। ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন বাংলাদেশী জফরবেটার টোগেদার ক্যাম্পেইন‘ এর সমন্বয়কারী ছিলেন তিনি। ঐতিহাসিক গণভোট নো’ক্যাম্পেইনে স্থানীয় বাংলাদেশীদের অংশ গ্রহণ ছিল উল্লেখযোগ্য। স্কটিশ রাজধানী শহর এডিনবরার বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী ফয়ছল হোসেন চৌধুরী এমবিই বেড়ে ওঠেন এডিনবরা শহরের নিউ টাউন এলাকায়। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। মা বাবার সাথে অতি আল্প বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে। পরিবারের সাথে প্রথমেই ম্যানঞ্চেস্টার এবং পরে এডিনবরায় বসবাস শুরু করেন।বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বড় ছেলে হিসাবে তরুণ বয়সেই পরিবারের হাল ধরেন তিনি। তখন থেকেই পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান বারান্দা রেস্টুরেন্ট পরিচালনার সাথে জড়িত হয়ে পড়েন তিনি। মামা ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই –র সহচর্যে ও বাবা আলহাজ্ব গোলাম রব্বানী চৌধুরীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্যবসার পরিচালনার পাশাপাশি স্বেচ্ছা সেবী হিসাবে যুক্ত হয়ে পড়েন সামাজিক কর্মকান্ডে।বাংলাদেশী কমিউনিটি ছাড়াও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে নানাবিধ কার্যক্রমের সাথে ওৎপ্রোতভাবে জড়িত রয়েছেন ফয়ছল চৌধুরী। করোনা মহামারী চলাকালে এডিনবরায় বসবাসরত অভাবগ্রস্থ এথনিক মাইনরিটি পরিবার গুলির মধ্যে খাদ্য দ্রব্য বিতরণের এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হাতে নিয়েছেন। ফয়ছল চৌধুরীর প্রত্যক্ষ অংশ গ্রহণে এলরেক এর উদ্যোগে ফুড সাপোর্ট‘ প্রকল্পের আওতায় প্রতি সপ্তাহে ৩০টি অসহায় পরিবারকে জরুরী খাবার পৌছে দেয়া হচ্ছে। ফয়ছল চৌধুরী বর্তমানে স্কটিশ মুলধারার নানাবিধ কর্মকান্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। যেমন ক্লাইমেট ইমার্জেন্সী স্কটল্যান্ড এর চেয়ার, এডিনবরা স্লেভারী এন্ড কলোনিয়াল লেগাসীরিভিউ গ্রুপ এর সদস্য, মিউজিয়াম এন্ড গ্যালারীস স্কটল্যান্ড – এর বোর্ড মেম্বার, ইএসএমএস এর ইকুয়ালিটি এন্ড ডাইভার্সিটি টাস্ক ফোর্সের এডাভাইসার এবং ড্রামন্ড হাই স্কুল প্যারেন্ট কাউন্সিলের সদস্য হিসাবে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হলেন ফয়ছল চৌধুরী

আপডেট সময় ০৪:৫১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

আবুল কালাম আজাদ, ব্রিটেন থেকে : স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হলেন ফয়ছল চৌধুরী এমবিই। ২০২১সালের মে মাসে অনুষ্ঠিতব্য স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি থেকে লোদিয়ান রিজিওনে লিস্টের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন ফয়ছল চৌধুরী এমবিই।প্রথম বারের মত স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত কেউ প্রার্থী হিসাবে যুক্ত হলেন। আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে লেবার পার্টির অভ্যন্তরীণ দলীয় নির্বাচন।এতে গোপন ব্যালটের মাধ্যমে দলের সাধারণ সদস্যরা লোদিয়ান রিজিওনের নমিনেশন প্রাপ্ত সর্বমোট ১০জন প্রার্থীকে ক্রমানুসারে ভোট দিবেন।উক্ত নির্বাচনে পছন্দের তালিকায় প্রথম স্থানে নির্ধারণ করতে ক্যাম্পেইন শুরু করেছেন ফয়ছলচৌধুরী।স্কটিশ পার্লামেন্টের রিজিওন্যাল লিস্টে সাধারণত ১ম থেকে ৪র্থ স্থানে অবস্থানকারীরা এমএসপি হিসাবে চুড়ান্ত মনোনয়ন পেয়ে থাকেন। ২০১৭ সালে বৃটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির হয়ে এডিনবরা সাউথ ইস্ট আসনে লড়াই করেন ফয়ছল চৌধুরী। ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন বাংলাদেশী জফরবেটার টোগেদার ক্যাম্পেইন‘ এর সমন্বয়কারী ছিলেন তিনি। ঐতিহাসিক গণভোট নো’ক্যাম্পেইনে স্থানীয় বাংলাদেশীদের অংশ গ্রহণ ছিল উল্লেখযোগ্য। স্কটিশ রাজধানী শহর এডিনবরার বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী ফয়ছল হোসেন চৌধুরী এমবিই বেড়ে ওঠেন এডিনবরা শহরের নিউ টাউন এলাকায়। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। মা বাবার সাথে অতি আল্প বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে। পরিবারের সাথে প্রথমেই ম্যানঞ্চেস্টার এবং পরে এডিনবরায় বসবাস শুরু করেন।বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বড় ছেলে হিসাবে তরুণ বয়সেই পরিবারের হাল ধরেন তিনি। তখন থেকেই পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান বারান্দা রেস্টুরেন্ট পরিচালনার সাথে জড়িত হয়ে পড়েন তিনি। মামা ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই –র সহচর্যে ও বাবা আলহাজ্ব গোলাম রব্বানী চৌধুরীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্যবসার পরিচালনার পাশাপাশি স্বেচ্ছা সেবী হিসাবে যুক্ত হয়ে পড়েন সামাজিক কর্মকান্ডে।বাংলাদেশী কমিউনিটি ছাড়াও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে নানাবিধ কার্যক্রমের সাথে ওৎপ্রোতভাবে জড়িত রয়েছেন ফয়ছল চৌধুরী। করোনা মহামারী চলাকালে এডিনবরায় বসবাসরত অভাবগ্রস্থ এথনিক মাইনরিটি পরিবার গুলির মধ্যে খাদ্য দ্রব্য বিতরণের এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হাতে নিয়েছেন। ফয়ছল চৌধুরীর প্রত্যক্ষ অংশ গ্রহণে এলরেক এর উদ্যোগে ফুড সাপোর্ট‘ প্রকল্পের আওতায় প্রতি সপ্তাহে ৩০টি অসহায় পরিবারকে জরুরী খাবার পৌছে দেয়া হচ্ছে। ফয়ছল চৌধুরী বর্তমানে স্কটিশ মুলধারার নানাবিধ কর্মকান্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। যেমন ক্লাইমেট ইমার্জেন্সী স্কটল্যান্ড এর চেয়ার, এডিনবরা স্লেভারী এন্ড কলোনিয়াল লেগাসীরিভিউ গ্রুপ এর সদস্য, মিউজিয়াম এন্ড গ্যালারীস স্কটল্যান্ড – এর বোর্ড মেম্বার, ইএসএমএস এর ইকুয়ালিটি এন্ড ডাইভার্সিটি টাস্ক ফোর্সের এডাভাইসার এবং ড্রামন্ড হাই স্কুল প্যারেন্ট কাউন্সিলের সদস্য হিসাবে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।