মো. সাহিদুর রহমান, বানিয়াচং: করোনা ভাইরাস কোভিট-১৯ এ সারা পৃথিবী লন্ড ভন্ড। আক্রান্ত হওয়ার পর প্রাণ হারাচ্ছেন নারী-পুরুষ থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষ। এর বাইরে নয় চিকিৎসক, পুলিশ তথা সাংবাদিকরা। এসব শ্রেণিপেশার মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে বানিয়াচংয়ে প্রশাসন, চিকিৎসক ও সাংবাদিকদেরকে ১৫০টি পিপিই প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বানিয়াচং ঐক্যবদ্ধ প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ আলী শাহেদ এর হাতে পিপিই প্রদান করেছেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. লুৎফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, যুগ্ম আহবায়ক ও ২ নং ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিশ উদ্দিন খান,যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল কাদির, ছাত্রনেতা মুবাশ্বির আহমেদ মজনু,লিটন প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রায় ২ মাস আগে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে ২ হাজার ১শ’ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আহমদ আলী মুকিব আব্দুল্লাহ।