নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী ও বিশ্ব সংস্কৃতি কেন্দ্র আজমিরীগঞ্জের স্বত্ত্বাধিকারি সৈয়দ জমির উদ্দিন এঁর মৃর্ত্যুতে গভীরভাবে শোকাহত হবিগঞ্জ-২ (বানিয়াচংআজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। সংবাদপত্রে বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, সৈয়দ মোঃ জমির উদ্দিন একজন নির্লোভ, নিঃস্বার্থ, প্রকৃত দেশপ্রেমিক ও আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। তার মৃত্যুতে দল হারালো একজন বিশ্বস্থ কর্মীকে। আর আমি হারালাম একজন বিশ্বস্থ মুজিব আর্দশের সৈনিককে।
এই প্রগতিশীল চিন্তাচেতনার অধিকারী মানুষটির মৃত্যুতে এলাকায় যে শূন্যতা সৃষ্টি হল তা সহজে পূরণ হবার নয়। দোয়া করি মহান আল্লাহ তা’আলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নছিব করেন। আমীন
আমি রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থান করায় মরহুমের জানাজার নামাজে শরীক হতে না পেরে দুঃখ প্রকাশ করছি।