মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার কৃতি সন্তান ও খঞ্জনপুর তালকুড়া লতিফিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল হালিমকে সম্মাননা পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সাপাহার উপজেলার সর্বপ্রথম অ্যাম্বাসেডর ও শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় আব্দুল হালিমকে সম্মাননা পুরস্কার হিসেবে ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস “মা” বইটি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় দৈনিক মানবজমিনের সাপাহার সংবাদদাতা ও কিউটিভি বাংলার প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম উপস্থিতিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ঢাকাস্থ নন্দন পার্কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় আব্দুল হালিমকে সম্মাননা পুরস্কার তুলে দেন এ টু আই কর্মকর্তা কবির হোসাইন ও অভিজিৎ সাহা ।