আসাদুজ্জামান খান তুহিন : মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার, হবিগঞ্জের কৃতি সন্তান মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের স্মরণে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হল মিলনায়তনে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল-১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবু শংকর পাল। সভা সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ।