বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আপন ২ ভাই মারা গেছেন। এসময় আরও ৩জন আহত হন। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুরু গ্রামের হাওড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মৃত আব্দুল মোনাফের ছেলে ফখরুল ইসলাম (৪৭) ও ফজলু মিয়া (৪৫)। েঅপরদিকে আহতরা হচ্ছেন লাদেন, হাবিব হোসেন ও সাজনুর।
তাদেরকে দিরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।