ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’র নির্বাহী কমিটির সভা Logo বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা Logo এমপি মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর নক আউট পর্বের খেলায় বিজয়ী সুর্যসেনা ও পপুলার-বি Logo বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই: বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি Logo এমপি মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্টে ১ম রাউন্ডে শরীফখানী ও টাউন বি-ক্লাব বিজয়ী Logo বানিয়াচংয়ে এমপি আব্দুল মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর বর্ণাঢ্য উদ্বোধন Logo আজ উদ্বোধন হচ্ছে এমপি মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ Logo বানিয়াচংয়ে বিষ প্রয়োগ করে মাছ নিধন : ২লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান Logo বানিয়াচংয়ে ইসলামি সংগ্রাম পরিষদের আহবায়ক কমিটি গঠন Logo আগামীকাল বানিয়াচংয়ে আসছেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী

সুদমুক্ত সমাজ গঠনে কর্জে হাসানাহ সিষ্টেম চালু করার বিকল্প নেই

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ১১:৩১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
  • ৯২ বার পড়া হয়েছে
শাহ্ সালেহ আহমদ : আসলে আমরা যে কোন বিষয়ে আলোচনা সমালোচনা করতে পারি,সভা-সেমিনারে সাজিয়ে গুছিয়ে কথাগুলো সুন্দর সাবলীল ভাষায় শ্রোতামন্ডলির সামনে উপস্থাপন করে বাহবা কুড়াতে পারি, কিন্তু বাস্তবতায় রূপ ধারণ করাতে আমরা যথেষ্ট দূর্বল। জবানের মধ্যে থেকে যায় আমাদের সীমাবদ্ধতা। তাই আমাদের উচিত হলো কেবলমাত্র মুখে খৈ না ফুটিয়ে বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া। যাক যেটা বলতে চেয়েছি সেটা আমাদের এই অসুস্থ সমাজকে সুস্থ সমাজে রূপ ধারণ করাতে হলে বহু প্রক্রিয়ার একটি হলো সুদমুক্ত সমাজ গঠন তথা সুদের অভিশাপ থেকে জাতিকে রক্ষা করা। আর এ লক্ষেই কাজ করে যাচ্ছে সু- পরিচিত সংগঠন হযরত শাইখে গুনই রহ. ফাউন্ডেশন এর অন্যতম প্রতিষ্ঠান- “কর্জে হাসানাহ প্রকল্প”। যদিও মোটা অংকের ক্যাশ না থাকায় ছোট্ট পরিসরে কাজ শুরু করেছে তবুও আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দুআয় অনেককে অনেক বার ই কর্জে হাসানাহ প্রদান করে সুদী লেনদেন থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে “কর্জে হাসানাহ” প্রকল্প। আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি সেদিন, যে দিন  ২জন আল্লাহ ওয়ালা ব্যক্তি অভাবের তাড়নায় কর্জে হাসানাহ না পেয়ে নিরুপায় হয়ে সুদি লেনদেনের জন্য প্রস্তুত  হলেন এমতাবস্থায় সর্বশেষ জায়গা হিসেবে ফাউন্ডেশনের কর্জে হাসানাহ ফান্ডের শরণাপন্ন হলে একজনকে ২০,০০০/= অপরজনকে ১০,০০০/= টাকা প্রদান করি। উভয়জনই টাকা পেয়ে আনন্দ চিত্তে স্বীকার করে বললেন যে,ভাই যদি আপনার এই প্রকল্প থেকে টাকা না পেতাম তাহলে আমরা আজ অথবা কালই সুদি লেনদেনে জড়িত হয়ে পড়তাম। আল্লাহ পাক এ প্রকল্পের উছিলায় সুদের অভিশাপ থেকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি আমার অভিজ্ঞতার আলোকে এটাই বলতে চাই যে,আমরা যদি আমাদের সাধ্যানুযায়ী ব্যক্তিগত হোক কিংবা সাংগঠনিক ভাবে হোক,কর্জে হাসানাহ সিষ্টেম সমাজে চালু করতে পারি তাহলে সেদিন বেশি দুরে নয়  আমাদের সমাজ গড়ে উঠবে সুদমুক্ত সমাজ হিসেবে। আল্লাহ পাক আমাদেরকে ক্ববুল করুন। আমীন
লেখক : সিনিয়র শিক্ষক, মাদ্রাসাতুল হারামাইন, বানিয়াচং।
তাং- ২৭-০৮-২০২০ খ্রি.
ট্যাগস
আপলোডকারীর তথ্য

‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’র নির্বাহী কমিটির সভা

সুদমুক্ত সমাজ গঠনে কর্জে হাসানাহ সিষ্টেম চালু করার বিকল্প নেই

আপডেট সময় ১১:৩১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
শাহ্ সালেহ আহমদ : আসলে আমরা যে কোন বিষয়ে আলোচনা সমালোচনা করতে পারি,সভা-সেমিনারে সাজিয়ে গুছিয়ে কথাগুলো সুন্দর সাবলীল ভাষায় শ্রোতামন্ডলির সামনে উপস্থাপন করে বাহবা কুড়াতে পারি, কিন্তু বাস্তবতায় রূপ ধারণ করাতে আমরা যথেষ্ট দূর্বল। জবানের মধ্যে থেকে যায় আমাদের সীমাবদ্ধতা। তাই আমাদের উচিত হলো কেবলমাত্র মুখে খৈ না ফুটিয়ে বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া। যাক যেটা বলতে চেয়েছি সেটা আমাদের এই অসুস্থ সমাজকে সুস্থ সমাজে রূপ ধারণ করাতে হলে বহু প্রক্রিয়ার একটি হলো সুদমুক্ত সমাজ গঠন তথা সুদের অভিশাপ থেকে জাতিকে রক্ষা করা। আর এ লক্ষেই কাজ করে যাচ্ছে সু- পরিচিত সংগঠন হযরত শাইখে গুনই রহ. ফাউন্ডেশন এর অন্যতম প্রতিষ্ঠান- “কর্জে হাসানাহ প্রকল্প”। যদিও মোটা অংকের ক্যাশ না থাকায় ছোট্ট পরিসরে কাজ শুরু করেছে তবুও আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দুআয় অনেককে অনেক বার ই কর্জে হাসানাহ প্রদান করে সুদী লেনদেন থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে “কর্জে হাসানাহ” প্রকল্প। আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি সেদিন, যে দিন  ২জন আল্লাহ ওয়ালা ব্যক্তি অভাবের তাড়নায় কর্জে হাসানাহ না পেয়ে নিরুপায় হয়ে সুদি লেনদেনের জন্য প্রস্তুত  হলেন এমতাবস্থায় সর্বশেষ জায়গা হিসেবে ফাউন্ডেশনের কর্জে হাসানাহ ফান্ডের শরণাপন্ন হলে একজনকে ২০,০০০/= অপরজনকে ১০,০০০/= টাকা প্রদান করি। উভয়জনই টাকা পেয়ে আনন্দ চিত্তে স্বীকার করে বললেন যে,ভাই যদি আপনার এই প্রকল্প থেকে টাকা না পেতাম তাহলে আমরা আজ অথবা কালই সুদি লেনদেনে জড়িত হয়ে পড়তাম। আল্লাহ পাক এ প্রকল্পের উছিলায় সুদের অভিশাপ থেকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি আমার অভিজ্ঞতার আলোকে এটাই বলতে চাই যে,আমরা যদি আমাদের সাধ্যানুযায়ী ব্যক্তিগত হোক কিংবা সাংগঠনিক ভাবে হোক,কর্জে হাসানাহ সিষ্টেম সমাজে চালু করতে পারি তাহলে সেদিন বেশি দুরে নয়  আমাদের সমাজ গড়ে উঠবে সুদমুক্ত সমাজ হিসেবে। আল্লাহ পাক আমাদেরকে ক্ববুল করুন। আমীন
লেখক : সিনিয়র শিক্ষক, মাদ্রাসাতুল হারামাইন, বানিয়াচং।
তাং- ২৭-০৮-২০২০ খ্রি.