মোঃ অলিদ মিয়া, মাধবপুর থেকে : নিজ হাতে সুইসাইড নোট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মন্দিরা সাঁওতাল (৩৫) নামের এক চা শ্রমিক।শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আখাউড়া সিলেট রেলসেকশনের তেলিয়াপাড়া রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
মন্দিরা সাঁওতাল উপজেলার সুরমা চা বাগান মাহজিল ডিভিশনের বলরাম সাঁওতালের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরা তেলিয়া রেল স্টেশনের কাছে একটি লাল ব্যাগ নিয়ে ঘুরাফেরা করছিল। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন তেলিয়াপাড়া আসা মাত্র তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার মাথা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে।
মৃত্যুর পর লাল একটি ব্যাগে তার সুইসাইড নোট পাওয়া যায়। এতে ভাঙা ভাঙা অক্ষরে লেখা ছিল, আমি পেকটেন, বলরাম তা শিকার করেছে। আমি আত্মহত্যা করছি। কখনও ক্ষমা কর না। (আমি প্রেগনেন্ট, বলরাম তা স্বীকার করেছে। আমি আত্মহত্যা করছি। কখনো ক্ষমা করো না।)
পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লতিফ হোসেন ওই গৃহবধূর লাশ শনাক্ত করেন। তিনি বলেন, ‘সুরমা চা বাগানের মাহজিল ডিভিশনের বলরাম সাঁওতাল দুই বছর আগে মাহজিল এলাকার রমেশ মরমুর মেয়ে ঝর্না মরমুর সঙ্গে পরকীয়ার সম্পর্ক করে বিয়ে করে। ঝর্নাকে বিয়ের পর বলরাম সাঁওতালের সংসারে দুই সতিনের মধ্যে গৃহ বিবাদ ছিল নিত্যদিনের। মন্দিরা সাঁওতাল স্বামী ও সতীনের সংসারে চরম বঞ্চনা ও অবহেলার শিকার হয়। ধারণা করা হচ্ছে, এ কারণে ক্ষুব্ধ হয়ে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।’
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ‘ঘটনাটি রেলের ওপর হওয়ায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’