তরঙ্গ ডেস্ক : সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সিলেটের কানাইঘাট উপজেলার ডলা সীমান্ত থেকে জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
আকবর ভারতে পালিয়ে যাওয়ার সময় কানাইঘাটের ভারত সীমান্তে খাসিয়ারা আটক করে বাংলাদেশে পাঠায়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে তাকে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট জেলা পুলিশর সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসআই আকবরকে সিলেটে আনা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর শনিবার মধ্যরাতে রায়হানকে নগরীর কাষ্টঘর থেকে ধরে আনে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরদিন ১১ অক্টোবর ভোরে ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হানের পরিবারের অভিযোগ, ফাঁড়িতে ধরে এনে রাতভর নির্যাতনের ফলে রায়হান মারা যান। ১১ অক্টোবর রাতেই রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।