তরঙ্গ ডেস্ক : সিলেটে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বগি থেকে পড়ে নষ্ট হয়ে গেছে এক লাখ ৬০ হাজার লিটার ডিজেল।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মধ্যখানে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে বগি থেকে ডিজেল ছড়িয়ে পড়তে শুরু করায় সংগ্রহ করতে হুড়োহুড়ি করেন এলাকাবাসী। রেল যোগাযোগ স্বাভাবিক হতে সারা দিন লেগে যেতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে বিভাগের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে পড়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ।