আব্দাল মিয়া : চুনারুঘাটের সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ করোনা মুক্ত হয়েছেন। সোমবার (২২ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাঁকে করোনা মুক্ত ঘোষণা করেছে। ৭ জুন তিনি নমুনা দেন। এরপর রিপোর্ট আসে করোনা পজেটিভ। এ খবর চাউর হলে জেলার সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁর খোঁজ- খবর নেন এবং দোয়া করেন। করোনা মুক্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক আবুল কালাম আজাদ তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ার বরকতে আমি আজ সুস্থ্। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নিপসম আমাকে করোনামুক্ত ঘোষনা করেছে। তবে আমাকে সতর্কতা হিসেবে আরো কয়েকদিন আইসোলেশনে থাকতে হবে।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। বিশেষ করে জেলা ও উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন, জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত আমার সহকর্মী সিনিয়র সাংবাদিক, জুনিয়র ও নবাগত সাংবাদিকদের প্রতি। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি চুনারুঘাট, ঢাকা, সিলেট, দৈনিক খোয়াই, দৈনিক সমাচার, হবিগঞ্জেরমূখ, হবিগঞ্জেরবাণী, করাঙ্গী পরিবারসহ সকল সাংবাদিক এবং আত্মীয়-স্বজনদের প্রতি। তাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা আজীবন অবিচল থাকবে ইনশা আল্লাহ।
আল্লাহ আমাকে আপনাদের সকলের দোয়া আর আমার মা বাবার দোয়ার কারণেই দ্রুত সুস্থ করে তুলেছেন বলে আমি মনে করি। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।