শিব্বির আহমদ আরজু : হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, এম এ মতিন খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, এম এ মতিন খান সাহেব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক পিপি, হবিগঞ্জ ল’ কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, হবিগঞ্জ রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্টসহ আরো অনেক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সুনামধন্য এ সিনিয়র আইনজীবী, ক্রীড়া ব্যক্তিত্ব এবং জেলা বারের একজন অভিভাবক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি।তাঁর মৃত্যুতে আইন অঙ্গনসহ জেলার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিড়া অঙ্গনে এক বিশাল শূণ্যতার সৃষ্টি হলো। যা সহজে পূরণ হবার নয়। তিনি ব্যক্তিগতভাবে আমাকে খুবই স্নেহ করতেন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।আল্লাহ্ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।
এ দিকে এমপি আব্দুল মজিদ খান, এম এ মতিন খান এর মৃত্যুর সংবাদ শুনেই ছুটে যান ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। সেখানে গিয়ে লাশ গোসল করিয়ে হিমাগারে রেখে মরহুমের ছেলে ও উপস্থিত আত্মীয় স্বজনকে শান্তনা প্রদান করেন তিনি।