মুক্তাদির হাসান সেবুল, বানিয়াচং থেকে : হবিগঞ্জের বানিয়াচংয়ে সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের অর্থায়নে গরীব-অসহায়দের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাগরদিঘির পশ্চিম পাড় খান বাড়ির ডাক বাংলোতে এ গোশত বিতরণ করা হয়। আরশাদ হোসেন খান বিপলুর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন আগাখানের পরিচালনায় প্রায় শতাধিক গরীব-দুঃখির মাঝে গরুর গোশত বিতরণ করা হয়। তা ছাড়া কোভিড-১৯ ও সৃষ্ট বন্যার সময় সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন এর উদ্যোগে ধারাবাহিকভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে ত্রাণ,নগদ টাকা ও কাপড় ইত্যাদি।

সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হচ্ছেন ইউকে প্রবাসী সাজ্জাদ হোসেন খান টিপু।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর দিঘির পশ্চিম পাড় চার মহল্লার ক্যাশিয়ার মজিবুর রহমান, সাংবাদিক মাজহারুল ইসলাম অপু, সাংবাদিক মুক্তাদির হাসান সেবুল, সাংবাদিক কবি এম আর ঠাকুর, সাংবাদিক মোঃ হৃদয় খান, সাংবাদিক হৃদয় হাসান শিশির প্রমূখ।
সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন দেশ ও জাতির যে কোন দুর্যোগে বানিয়াচংয়ের ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতা করা দৃঢ় লক্ষ নিয়ে এগিয়ে যাচ্ছে।