তরঙ্গ ডেস্ক : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার । ২০০৫ সালের ওই দিনে তিনি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত হন।
সাবেক অর্থমন্ত্রী শহীদ শাহ এএমএস কিবরিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিবরিয়া পরিবারের পক্ষ থেকে সকাল সাড়ে ৯ টায় বনানীস্থ শহীদ শাহ এ এম এস কিবরিয়ার কবরে ফতেহ পাঠ, কবর জিয়ারত শেষে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং পরে সাংবাদিকদের সাথে কথা বলবেন কিবরিয়া পুত্র বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ ড. রেজা কিবরিয়া।