সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: মহামারী কোভিড-১৯ হতে সুরক্ষার লক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সম্মুখ সারির গণমাধ্যমকর্মী হিসেবে কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছেন নওগাঁর সাপাহার মডেল প্রেসক্লাবে কর্মরত সংবাদিকরা। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা ভ্যাকসিন গ্রহন করেছেন সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক রতন মালাকার, দপ্তর সম্পাদক মোর্শেদ মন্ডল ও নির্বাহী সদস্য শাহজামাল সজিব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোর্শেদ মঞ্জুর কবির লিটন। ভ্যাকসিন গ্রহণ শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাপাহার মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ।