মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ই মার্চ) বিকেল ৩ টায় বাংলাদেশ পুলিশের আয়োজনে থানা চত্বরে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে উক্ত আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনের সূচনা লগ্নে কেক কেটে অনুষ্ঠান সূচনা করা হয়।
এসময় থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, সৃষ্টি একাডেমির প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা, আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান সহ থানার সকল কর্মকর্তাগণ।
এসময় ঐতিহাসিক ৭ মার্চের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন বক্তারা।সাপাহার থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চে আনন্দ উদযাপন করা হয়।