মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্যবিধি মেনে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ভার্চুয়ালভাবে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সহকারি পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।