মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ থেকে রক্ষায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়েছে। এতে মাস্ক ব্যবহার না করায় ২১জনকে ১শ’ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। এছাড়াও পথচারী ও স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন বলেন, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনার আলোকে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।