মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ৪০ জন রোগীর মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ রুহুল আমিনের তত্বাবধানে ১৮ জন পুরুষ রোগী ও ২২ জন মহিলা রোগীর মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন (নয়ন), সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোর্শেদ মঞ্জুর কবির লিটনসহ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।