মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে লকডাউন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কঠোর নজরদারী ও মাস্ক বিতরণসহ নানান কর্মকান্ড অব্যাহত থাকলেও ঢিলেঢালাভাবে লকডাউন পালিত হচ্ছে। উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে লকডাউনের শুরু হতে স্থানীয় প্রশাসনের নানা ধরনের কর্মকান্ড অব্যহত রয়েছে ।
কিন্তু স্থানীয়রা কোন ভাবেই মানছেননা লকডাউন । সদরের শপিংমলগুলো বন্ধ থাকলেও বন্ধ নেই খাবার হোটেলসহ অন্যান্য দোকানপাটগুলো। যাত্রী চলাচলের জন্য দূরপাল্লার বাসগুলো বন্ধ থাকলেও ট্রাক্টর, ট্রলি ও অটোরিক্সাগুলো চলছে অবাধে । ফলে বিভিন্ন এলাকা হতে লোকজন সদরে এসে ভীড় করছেন বলে জানা গেছে।
এ বিষয়টি নিয়ে সাপাহার উপজেলা ট্রাক্টর সমিতির সভাপতি তারেক রহমান বলেন, আমি ট্রাক্টরগুলো বন্ধ রাখার কথা বললেও ড্রাইভারেরা তা মানছেন না। সব মিলিয়ে প্রশাসনের তৎপরতা অব্যহত থাকলেও সাধারণ জনগন মানছেননা লকডাউন।