সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নেশাদ্রব্য টাপেন্টা ট্যাবলেটসহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃত গোলাম সারোয়ার উপজেলার আদাতলা গ্রামের আঃ হান্নানের ছেলে ও একই গ্রামের শরিফুল ইসলাম মকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার মানিকুড়া এলাকায় ওই দুই মাদক ব্যবসায়ী নেশাদ্রব্য টাপেন্টা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) মানিক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় গোলাম সারোয়ারের নিকট ৭০ পিস ও শরিফুল ইসলামের কাছে ৫০ পিস টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করেন থানা পুলিশ।
পরদিন বৃহষ্পতিবারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৪২(১) ধারা অনুযায়ী মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সাপাহার থানায় মামলা নং-০৫-৭/৪/২০২১