মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৩টি গাজা গাছসহ মোকলেসুর রহমান (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ । আটককৃত মোকলেসুর উপজেলার রামাশ্রম পূর্বপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায় , শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামাশ্রম পুর্বপাড়ায় মোকলেসুরের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ীর উঠোন থেকে ৬ ফুট উচ্চতার একটি ও ৪ফুট উচ্চতার দুইটি গাজাগাছ উদ্ধারসহ তাকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানিয়েছেন, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।