বদরুল লস্কর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের কম্বল বিতরণ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে ১ নং উত্তর-পূর্ব ও ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারনে আপনারা শীতের কম্বল শীতকালেই পাচ্ছেন। অতীতে এ সমস্ত কম্বল বিতরণে ব্যাপক অনিয়ম হতো এবং শীতের কম্বল শীতকালে বিতরণ না করে শীতের শেষে বিতরণ করা হতো। সেটা এখন আর নেই। সময়ের কাজ সময়েই করা সম্ভব হচ্ছে এ সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি সদস্য নাছরিন আক্তার মায়া, ব্যবসায়ী শংকর গোপ প্রমূখ।
উল্লেখ্য,চলতি শীত মৌসুমে শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার কোন না কোন জায়গায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।