সাহিদুর রহমান/ শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে শারদীয় দুর্গাপূজা ২০২০ উপলক্ষে উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বানিয়াচং থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ এমরান হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এস আই আঃ সাত্তারের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম। এসময় বক্তব্য রাখেন বানিয়াচং পূজা উদযাপন কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা কৃষ্ণ দেব, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ এর সভাপতি বিপুল ভূষণ রায়, সাধারণ সম্পাদক কান্তি চ্যাটার্জি কাজল, বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাধব দেব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেন, আপনারা নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করুন।

আপনাদের নিশ্চিদ্র নিরাপত্তf প্রদান করবে পুলিশ। সরকার এ ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। তবে বৈশ্বিক দূর্যোগ কোভিড-১৯ যেহেতু এখনো আমাদের মধ্যে বিদ্যমান, অবশ্য সরকারি বিধি আপনাদেরকে মানতে হবে। গত ঈদুল আজহায়ও মুসলমানরা ঈদাগাহে নামাজ আদায় না করে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক মসজিদে নামাজ আদায় করেছেন। যাতে করে কোভিড-১৯ এ ক্ষয়-ক্ষতি কম রাখা যায় তাতে সরকার অত্যন্ত সচেষ্ট রয়েছেন। তিনি আরো বলেন, দুর্গাপূজার আগে এবং পরে এ নিয়ে যদি কোন দূর্বৃত্ত নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে সে যেই হোক তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। দুর্গাপূজার মাধ্যমে মনের অশুরকেও দূর করুন।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, আমরা ইতিমধ্যে প্রত্যেক পূজা মন্ডপ কমিটির সাথে কথা বলেছি।

দুর্গাপূজাকে উপলক্ষ্য করে প্রশাসন অত্যন্ত সতর্ক এবং আন্তরিক। তবে আপনাদেরকে পূজা মন্ডপে আসতে গিয়ে বাড়ি একেবারে শূণ্য রেখে আসবেন না। শূণ্য রেখে আসলে দূর্বৃত্তরা এ সুযোগে দরজার তালা ভেঙ্গে মালামাল নিয়ে যেতে পারে! তাই সরকারের সকল নির্দেশনা মেনে আপনারা নির্বিঘ্নে পূজা পালন করুন। দুর্গাপূজাকে উপলক্ষ্যে করে স্টাকিংফোর্সসহ আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সতর্কবস্থায় থাকবে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক শিব্বির আহমদ আরজু, আমার হবিগঞ্জের প্রতিনিধি শামীম চৌধুরী ও সাংবাদিক সজিব আহমেদ প্রমুখ। এ মতবিনিময় সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন এর পূজা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ বানিয়াচং থানা পুলিশের কর্ম তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।