শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে সামাজিক ও পারিবারিক সহিংসতা বন্ধে এবং হত্যাকন্ডের ঘটনা নিয়ন্ত্রণের লক্ষে থানার ১নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২৩ আগস্ট) ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে “জনতাই পুলিশ, পুলিশই জনতা” এ ¯শ্লোগানকে সামনে রেখে সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার দাশ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেন, মাদক, জুয়া, দাঙ্গা ও অপরাধ মুক্ত সমাজ গঠনে সচেতন মানুষদেরকে এগিয়ে আসতে হবে। যেখানে অপরাধ সংঘটিত হয় এবং যারা অপরাধে জড়িত তাদের ঠিকানা পুলিশকে দিতে হবে। সামাজিক, পারিবারিক সহিংসতা ও হত্যাকান্ড রোধে পুলিশ অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই।