শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে : হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, সম্মানীত ইমাম সাহেবরা হচ্ছেন সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা ইচ্ছা করলে সমাজ পরিবর্তনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কারণ, ইমাম সাহেবদেরকে মানুষ অনেক শ্রদ্ধা ও ভালোবাসে। সারা দেশে ৩লাখ মসজিদ রয়েছে।এর মধ্যে কর্মরত আছেন ৭ লাখ আলেম। আর প্রতি শুক্রবারে পবিত্র জুময়ায় ৪কোটি মানুষ মসজিদে নামাজ আদায় করেন। ইমাম সাহেবদের নেতৃত্ব গুণ অর্জন করে এর বিকাশ ঘটালে সমাজ থেকে অনেকাংশে অন্যায়-অপরাধ কমে যাবে।গতকাল সোমবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ২০২০ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এ লক্ষ্য নিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। আর তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে ধারণ করেই সম্মানীত আলেম-উলামাগণ স্বাবলম্বি হতে ইসলামিক ফাউন্ডেশনকে বহু বিস্তৃতি করেছেন। কাজেই আপনারা ( ইমাম সাহেবরা) সাদাকে সাদা, আর কালোকে কালো বলতে হবে।

আপনারা বিগত দিনে যেভাবে জঙ্গি, সন্ত্রাস, গুজব, বাল্যবিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তেমনিভাবে সম্প্রতিও ধর্ষণ, মাদক,দূর্নীতিসহ সমাজের নানান অসঙ্গতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ এর উপ-পরিচালক মাওলানা শাহ্ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সুপার ভাইজার মোঃ সোলায়মান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, সাবেক ভাইস প্রিন্সিপাল মুফতি আতাউর রহমান, উপজেলা মডেল কেয়ারটেকার মোঃ আশিকুল ইসলাম, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মাওলানা আফরোজ আল হাবিব, মাওলানা তফসির আহমদ, মাওলানা আখলুছ মিয়া প্রমুখ। সম্মেলনে উপজেলার প্রায় ২ শতাধিক ইমাম উপস্থিত ছিলেন।