আবদাল মিয়া/ শেখ মোঃ আলমগীর : হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মর্জিনা আক্তার বলেছেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সমাজের ঘটে যাওয়া বিষয়গুলো সংবাদ মাধ্যমে বিশদভাবে ফুটে উঠে। আমরা প্রশাসনের লোক হিসেবে কিছু বাধ্য-বাধকতা থাকে। কিন্তু সংবাদপত্রের সেটা নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্থানীয় কিছু পত্রিকার সংবাদে প্রচুর পরিমানে ভুল বানান দেখা যায়। ডেস্কে যারা থাকেন তাদেরকে আরও অধিক সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। প্রেস ইনস্টিটিউট(পিআইবি)’র সাংবাদিকতার এ বুনিয়াদি প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। আশা করি এ প্রশিক্ষণের লুব্দ জ্ঞান সংবাদপত্রের সাথে জড়িতদের কাজে লাগবে।

গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে পিআইবি কর্তৃক ৩দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সায়েদুজ্জামান জাহির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, পিআইবির প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুণ, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক ফখরুজ্জামান। ৩ থেকে ৫ নভেম্বর ৩য় দফার শেষ পর্বের প্রশিক্ষণ সমাপ্ত হয়। ৩ দফায় হবিগঞ্জের প্রায় শতাধিক সাংবাদিক এ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের শেষ পর্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক এক সময়ের তুখোড় সাংবাদিক রাহাত মিনহাজ ও পিআইবির প্রধান (চ.দা) মোহাম্মদ আব্দুল মান্নান।