ভ্রাম্যমাণ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচন বেশ জমে উঠেছে। নতুন-পুরাতন সব প্রার্থীরাই মরিয়া হয়ে উঠেছেন জয়ের জন্য। তবে নতুন প্রার্থীরা বেশ সুবিধায় রয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ড হলেও উন্নয়নে অন্যান্য ওয়ার্ডের চেয়ে অনেক পিছিয়ে। দীর্ঘদিন যাবত অনেক রাস্তা-ঘাট সংস্কার নেই কিংবা এখনো অনেক রাস্তা পাকাকরণ বাকি রয়েছে। ডেনেজ ব্যবস্থাও একেবারেই নাজুক। এই ওয়ার্ডে নাগরিক সুবিধা নেই বললেই চলে। ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে প্রার্থীরা হলেন- বর্তমান কাউন্সিলর মোঃ মাখন মিয়া, সাবেক কাউন্সিলর মোঃ রজব আলী, নতুন মুখ হিসেবে মোঃ মাহবুবুর রশিদ মনু, মোঃ রুশন আলী, আহমেদ সানি সিতার, মোঃ মহিবুর রহমান ও খেলু মিয়া। সরজমিনে এলাকা ঘুরে দেখা যায়, এবার ভোটারদের কাছে নতুন প্রার্থীদের কদর বেশি। ভোটাররা নতুনদের কাছে নেতৃত্ব দিতে আগ্রহ প্রকাশ করছেন। তারা বলছেন, বর্তমান সময়ে তরুনদের জয়ধ্বনী চারদিকে। তাই উন্নয়নে পিছিয়ে পড়া ১নং ওয়ার্ডের নাগরিক সেবা নিশ্চিত করতে তরুনদের মধ্যে থেকে একজনকে বিজয়ী করবেন তারা। ভোটারদের মুখে শুনা যায়, নতুনদের মধ্যে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে মাহবুবুর রশীদ মনু সবার পছন্দের সেরা প্রার্থী। তিনি সাবেক ছাত্রনেতা হিসেবে শুধু ১ নং ওয়ার্ডেই নয়, পুরো পৌরসভায় বেশ পরিচিত রয়েছে। এছাড়াও এলাকায় মসজিদ, মাদরাসা এবং সামাজিক কর্মকান্ড ও ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন দীর্ঘদিন যাবত। প্রার্থীদের মধ্যে মনু শিক্ষিত ও পরোপকারী ব্যক্তি। এলাকার মানুষের সুখে দুখে পাশে থেকে পরিচিত লাভ করেছেন। পারিবারিক ভাবেও রয়েছে ঐতিহ্য। কুতুবের চক মহল্লার মুন্সিবাড়ির অবসরপ্রাপ্ত স্যানেটারী ইন্সপেক্টর আব্দুস শুকুরের দ্বিতীয় পুত্র মনু। তার বড় ভাই মামুনুর রশীদ মামুন একজন ফুটবলার ছিলেন। বর্তমানে সৌদি প্রবাসী। ১ নং ওয়ার্ডের মহল্লাগুলো- পশ্চিম বড়চর, কুতুবের চক, নুরপুর আংশিক, শ্যামপুর ও তাপাসী। ভোটার সংখ্যা ১ হাজার ৮৫৬। ভোট কেন্দ্র ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল।
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জ পৌরসভায় ১নং ওয়ার্ডে নতুনমুখ প্রার্থীদের কদর বেশি
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- ৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ