হবিগঞ্জ প্রতিনিধিঃ ‘কোভিড-১৯ স্বাস্হ্য সুরক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকালে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউএনও মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাসফিকা হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ কলেজের উপাধ্যক্ষ আবু সিরাজ মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ। এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৈরী প্রজেক্ট স্হান পেয়েছে। অতিথিগণ এ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।