তরঙ্গ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকাগামী মিতালী পরিবহনের বাসের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ এবং আহত ১০ জন।
নিহতের নাম আজমান আলী। তিনি মাইক্রোবাস চালক। সোমবার ( ১৯ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি উপজেলার বিরামচর গ্রামে। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, ঢাকাগামী মিতালী পরিবহনের বাসের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি।
গুরুতর আহত মাইক্রোবাস চালক আজমানকে উদ্ধার করে স্থানীয়রা। সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।
দুর্ঘটনার পরই বাস চালক ও হেলপার পালিয়ে যায়। জব্ধ করা হয়েছে দূর্ঘটনায় কবলিত ২ গাড়ি।