আবদাল মিয়া, বানিয়াচং থেকে: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ( বেফাক) এর বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্র্ণ ফলাফল করেছে বানিয়াচংয়ের শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার হিফজ বিভাগ।সম্প্রতি বেফাক এর হিফজুল কোরআন এর ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষা্য় ৭জন ছাত্র অংশ গ্রহণ করে সবাই শতভাগ পাশ করার পাশাপাশি ৩টি মুমতাজ (এ প্লাস) পেয়েছে। মুমতাজপ্রাপ্ত ছাত্ররা হচ্ছে মোঃ নাজমুল ইসলাম,মোঃ আবু হাসান ও জাবের আহমদ।

উল্লেখ্য, ২০০৩ সালে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত মিয়াখানী মহল্লায় বৃটেন প্রবাসী মোঃ আশিকুর রহমান কোরাইশী এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা হচ্ছে প্রায় ৪৫০ জন। এর মধ্যে হিফজ বিভাগের ছাত্র সংখ্যা ৫৩ ও হিফজ শাখার শিক্ষক সংখ্যা ২জন। একের পর এক ভালো ও কৃতিত্বপূর্ণ ফলাফল করে উপজেলাসহ হবিগঞ্জের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এ মাদ্রাসাটি। হিফজ বিভাগের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন সৃজনশীল মেধাবী হাফেজ সুহাইল আহমদ এবং সুপার হচ্ছেন মাওলানা মোঃ নজরুল ইসলাম।

এ ব্যাপারে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজু জানান, প্রতিষ্ঠার পর থেকেই অত্র মাদ্রাসাটি একের পর এক কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। এর মধ্যে বেশ কয়েক বছর যাবত এর উর্ধ্বাগামিতা বেশি। নিয়মিত ক্লাস মনিটরিং, অভিভাবক সমাবেশ, ক্লাসের পড়া ক্লাসেই আদায়ের চেষ্টা করে থাকেন শিক্ষকরা। যা অন্যান্য প্রতিষ্ঠান থেকে এ প্রতিষ্ঠানটি ভিন্ন। আর তা ছাড়া প্রতিষ্ঠাতার পক্ষ থেকে স্বার্বক্ষণিক যোগাযোগ এবং সার্বিক সহযোগিতা কাজের গতি আরও বগুগুণে বৃদ্ধি পাচ্ছে। আর বিশেষ করে মাদ্রাসায় পদার্পণ করলেই শিক্ষার্থীদের পোশাক এবং কাজের নিপুণতা চোখে পড়বে।