নিজস্ব প্রতিবেদক : শারীরিক প্রতিবন্ধি ২ ভাইকে দুগ্ধবতি গাভী উপহার দিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ( বিপিএম-পিপিএম)। রোববার (৩১ মে) হবিগঞ্জ সদরের ৯নং নিজামপুর ইউনিয়নের পাইক পাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধি এংরাজ মিয়া ও সাবাজ মিয়ার কাছে দুগ্ধবতি গাভী হস্তান্তর করেছেন তিনি। পুলিশ সুপার এর কাছ থেকে এ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা । পিতা মারা যাওয়ার পর ওই প্রতিবন্ধি পরিবারের লোকজনের মধ্যে অভাব অনটনে চরম হতাশা বিরাজ করছিল। পুলিশ সুপার এর কাছ থেকে এ সহায়তা পাওয়ার পর তাদের মধ্যে আশার আলো সঞ্চিত হয়েছে। বয়োবৃদ্ধ মা ফুলবানু বেগম জানান, পুলিশ সুপার মহোদয়ের এ উপকারের কথা আমরা কখনো ভূলতে পারবো না। চরম দূঃসময়ে তিনি আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন উনাকে অনেক দিন বাঁচিয়ে রাখেন।
সংবাদ শিরোনাম ::
শারীরিক প্রতিবন্ধি ২ ভাইকে দুগ্ধবতি গাভী উপহার দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- ৩৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ