ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীগঞ্জে ইফা কর্তৃক জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা Logo সু-শাসন প্রতিষ্ঠা করতে হলে জনসাধারণকে তথ্য জানাতে হবে : ড. আব্দুল হাকিম Logo বানিয়াচং মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন : সভাপতি লিটন, সম্পাদক আব্দাল মিয়া Logo নবীগঞ্জে মোটরসাইকেল চাপায় স্কুল ছাত্র নিহত : মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo আজ হবিগঞ্জ আসছেন কবির বিন আনোয়ার : জেলা আ’লীগ অফিসে উদ্বোধন করবেন স্মার্ট কর্নার Logo উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যাকে আবারও নির্বাচিত করুন : এমপি মজিদ খান Logo ইকরাম বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেছেন এমপি মজিদ খান Logo উন্নত স্বাস্থ্য সেবার ব্রত নিয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে সততা ডায়াগস্টিক সেন্টার উদ্বোধন Logo বানিয়াচংয়ে গ্রাম্য দাঙ্গা রোধে দেশীয় অস্ত্রবাজদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হবে Logo বানিয়াচংয়ে ইকরাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাঁই : ব্যাপক ক্ষতি

শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসান এর ১০৯তম জন্মবার্ষিকী আজ

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০১:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে
টিপু চৌধুরী ::
সায়ীদুল হাসান। একজন বামপন্থী ও প্রগতিশীল আন্দোলনের নেতা,একজন অসাম্প্রদায়িক চেতনার লোক, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন শহীদ বুদ্ধিজীবী। ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার উপজেলা সদরের কামালখানী মহল্লায় জন্ম গ্রহন করেন। তাঁর পিতা হলেন খান বাহাদুর রফিকুল হাসান। সায়ীদুল হাসান সিলেট থেকে মেট্রিক, কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আই এ, কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জন করেন।ছাত্রজীবন থেকেই তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন।
১৯৪৬ সালের ১৬ আগস্ট কলকাতার ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচিয়েছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিশেষ অনুরোধে সায়ীদুল হাসান লন্ডন ও শ্রীলংকার হাইকমিশনে ট্রেড কমিশনার পদে চাকুরী করেন। শ্রীলংকায় থাকাকালীন পুর্ব পাকিস্তানের দুর্ভিক্ষের খবর সংবাদে দেখে চাকুরী ছেড়ে দেন। ১৯৫৮ সালে ভাসানী ন্যাপে যোগদান করেন। ন্যাপের রাজনীতিতে মওলানা ভাসানীর একনিষ্ট সহচর হিসেবে কাজ করেন। ১৯৬৪ সালে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গায় তিনি বলিষ্ট ভুমিকা পালন করেন। ১৯৬৬ সালে ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হন। তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
তাঁর স্ত্রী ফরিদা হাসানও ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ফরিদা হাসান ছায়ানটের সাথে জড়িত ছিলেন। সায়ীদুল হাসানের বন্ধু ছিলেন সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল চৌধুরী। নির্মল চৌধুরী সিলেটে একটি চা বাগানের মালিক ছিলেন। জামাল উদ্দিন নামে এক বিহারী লোক নির্মল চৌধুরীর ঘোর শত্রু ছিল। ১৯৭১ সালে ২৬ মার্চ যুদ্ধ শুরু হলে নির্মল চৌধুরী দু’টি নাবালিকা কন্যাসহ ঢাকায় সায়ীদুল হাসান এর বাসায় আশ্রয় নেন। চা বাগানের অবাঙ্গালী কর্মচারীরা নির্মল চৌধুরীকে অনুসরণ করতে থাকেন। নির্মল চৌধুরীকে বিহারীরা ধরে নিয়ে যায়। ১৯৭১ সালের ১৮ মে একটি মিথ্যা আশ্বাসের প্রেক্ষিতে সায়ীদুল হাসান তাঁর বন্ধু নির্মল চৌধুরীকে উদ্ধারের জন্য ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে ( শেরাটন হোটেল) যান। এই যে গেলেন সায়ীদুল হাসান আর বাসায় ফিরলেন না।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে ভারতীয় এক জেনারেলের সহযোগিতায় সায়ীদুল হাসানের স্ত্রী ফরিদা হাসান পাকিস্তানের লেঃ জেনারেল নিয়াজীর সাথে ঢাকা সেনানিবাসে দেখা করেন। জেনারেল নিয়াজী ফরিদা হাসানকে বললেন, পাকিস্তানের আই এস আই এর দায়িত্বপ্রাপ্ত কর্নেল মাকসুদ ঢাকা লালমাটিয়া ফিজিক্যাল ট্রেনিং কলেজে নির্মল চৌধুরী ও আর পি সাহার সাথে সায়ীদুল হাসানকে হত্যা করা হয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবহিতৈষী, রাজনৈতিক ব্যক্তি,একজন বুদ্ধিজীবী পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে শহীদ হয়ে গেলেন। বাংলাদেশ হারালো একজন বুদ্ধিজীবীকে ।
লেখক : সাংবাদিক।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে ইফা কর্তৃক জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসান এর ১০৯তম জন্মবার্ষিকী আজ

আপডেট সময় ০১:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
টিপু চৌধুরী ::
সায়ীদুল হাসান। একজন বামপন্থী ও প্রগতিশীল আন্দোলনের নেতা,একজন অসাম্প্রদায়িক চেতনার লোক, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন শহীদ বুদ্ধিজীবী। ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার উপজেলা সদরের কামালখানী মহল্লায় জন্ম গ্রহন করেন। তাঁর পিতা হলেন খান বাহাদুর রফিকুল হাসান। সায়ীদুল হাসান সিলেট থেকে মেট্রিক, কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আই এ, কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জন করেন।ছাত্রজীবন থেকেই তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন।
১৯৪৬ সালের ১৬ আগস্ট কলকাতার ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচিয়েছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিশেষ অনুরোধে সায়ীদুল হাসান লন্ডন ও শ্রীলংকার হাইকমিশনে ট্রেড কমিশনার পদে চাকুরী করেন। শ্রীলংকায় থাকাকালীন পুর্ব পাকিস্তানের দুর্ভিক্ষের খবর সংবাদে দেখে চাকুরী ছেড়ে দেন। ১৯৫৮ সালে ভাসানী ন্যাপে যোগদান করেন। ন্যাপের রাজনীতিতে মওলানা ভাসানীর একনিষ্ট সহচর হিসেবে কাজ করেন। ১৯৬৪ সালে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গায় তিনি বলিষ্ট ভুমিকা পালন করেন। ১৯৬৬ সালে ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হন। তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
তাঁর স্ত্রী ফরিদা হাসানও ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ফরিদা হাসান ছায়ানটের সাথে জড়িত ছিলেন। সায়ীদুল হাসানের বন্ধু ছিলেন সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল চৌধুরী। নির্মল চৌধুরী সিলেটে একটি চা বাগানের মালিক ছিলেন। জামাল উদ্দিন নামে এক বিহারী লোক নির্মল চৌধুরীর ঘোর শত্রু ছিল। ১৯৭১ সালে ২৬ মার্চ যুদ্ধ শুরু হলে নির্মল চৌধুরী দু’টি নাবালিকা কন্যাসহ ঢাকায় সায়ীদুল হাসান এর বাসায় আশ্রয় নেন। চা বাগানের অবাঙ্গালী কর্মচারীরা নির্মল চৌধুরীকে অনুসরণ করতে থাকেন। নির্মল চৌধুরীকে বিহারীরা ধরে নিয়ে যায়। ১৯৭১ সালের ১৮ মে একটি মিথ্যা আশ্বাসের প্রেক্ষিতে সায়ীদুল হাসান তাঁর বন্ধু নির্মল চৌধুরীকে উদ্ধারের জন্য ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে ( শেরাটন হোটেল) যান। এই যে গেলেন সায়ীদুল হাসান আর বাসায় ফিরলেন না।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে ভারতীয় এক জেনারেলের সহযোগিতায় সায়ীদুল হাসানের স্ত্রী ফরিদা হাসান পাকিস্তানের লেঃ জেনারেল নিয়াজীর সাথে ঢাকা সেনানিবাসে দেখা করেন। জেনারেল নিয়াজী ফরিদা হাসানকে বললেন, পাকিস্তানের আই এস আই এর দায়িত্বপ্রাপ্ত কর্নেল মাকসুদ ঢাকা লালমাটিয়া ফিজিক্যাল ট্রেনিং কলেজে নির্মল চৌধুরী ও আর পি সাহার সাথে সায়ীদুল হাসানকে হত্যা করা হয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবহিতৈষী, রাজনৈতিক ব্যক্তি,একজন বুদ্ধিজীবী পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে শহীদ হয়ে গেলেন। বাংলাদেশ হারালো একজন বুদ্ধিজীবীকে ।
লেখক : সাংবাদিক।