স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জের শিবপাশা সবুজগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস্) নির্বাচনে শরীফ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সােমবার ( ৯ নভেম্বর) সাধারণ সম্পাদক পদে আর কোন প্রার্থী না থাকায় তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘােষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডাঃ হুসেন আহাম্মদ চৌধুরী,সহকারী নির্বাচন কমিশনার লুৎফর রহমান ও মাহবুব আলম চৌধুরী (নিউটন) । শরীফ উদ্দিন জানান, আমার প্রতি বাজার ব্যবসায়ীবৃন্দ যে সম্মান দেখিয়েছেন তাতে আমি অভিভূত ও কৃতজ্ঞ । নির্বাচিতদের নিয়ে বাজার উন্নয়নে সমন্বিত সুষ্ঠু পরিকল্পনা নেওয়া হবে । আর নির্বাচনকে অবাধ , নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর । নির্বাচনী আচরণবিধি যাতে লংঘন না হয় সেদিকে প্রার্থী , সমর্থক এবং ব্যবসায়ীবৃন্দ সচেতন থাকবেন । সবাইকে নিয়েই ঐতিহ্যবাহী শিবপাশা সবুজগঞ্জ বাজারকে একটি মডেল বাজার হিসেবে উন্নীত করতে চাই । এ ক্ষেত্রে নেতৃবৃন্দসহ সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, বিগত কমিটিরও তিনি সাধারণ সম্পাদক ছিলেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করায় এর ফলশ্রুতিতে এবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।