আমিন ইকবাল :
শুদ্ধ বানানে বাংলা লিখতে পারা দারুণ যোগ্যতার ব্যাপার। চিন্তার প্রসার ও আদর্শের বিস্তারে সৃজনশীল লেখালেখি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অন্যতম মাধ্যম। কালের আবর্তে অন্যসব হারিয়ে গেলেও নিজের রচিত গ্রন্থ কিংবা লেখা জিইয়ে থাকবে যুগের পর যুগ; অনন্তকাল। তাই সুন্দর ভবিষ্যত ও কর্মময় ক্যারিয়ার গড়তে লেখালেখি ও সাংবাদিকতায় নিজের দক্ষতা বাড়ানো সময়ের দাবি।
‘কিন্তু কীভাবে শুরু করবো? প্রাথমিক গাইড-লাইন দেবে কে? গ্রামে কিংবা দূরের শহরে থাকায় রাজধানীতে অনুষ্ঠিত লেখালেখি সংক্রান্ত কর্মশালা-কোর্সেও অংশ নেওয়ার সুযোগ পাই না! অথবা আমি তো নারী, বাইরে গিয়ে কিভাবে ক্লাসে অংশ নেবো?
-এ ধরনের হতাশা আছে অনেকের। কিন্তু আর হতাশা নয়।
আপনাদের কথা বিবেচনা করে সৃজনের উদ্যোগ ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তত্ত্বাবধানের এবার লেখালেখি ও সাংবাদিকতা কোর্সের আয়োজন করা হয়েছে অনলাইনে। জুম অ্যাপসের মাধ্যমে ভিডিওতে দেখে দেখে (নারীরা অডিওতে) লাইভ ক্লাসে অংশ নিতে পারবেন নিবন্ধিত শিক্ষার্থীরা।

মাত্র ২০টি ক্লাস শেষেই লেখালেখি ও সাংবাদিকতার প্রাথমিক জ্ঞান হাসিল করতে পারবেন; পাবেন সামনে এগিয়ে যাওয়ার বিস্তর উপাদানও। তারপর অব্যাহত চর্চা একদিন আপনাকে প্রতিষ্ঠিত লেখক ও প্রতিথযশা সাংবাদিকের খ্যাতি এনে দেবে ইনশাআল্লাহ।
#কোর্সের মেয়াদ : আড়াই মাস। প্রতি বৃহস্পতি ও রোববার।
মোট ক্লাস : ২০টি।
সময় : সকাল ১১টা থেকে ১টা। অথবা রাত ৮টা থেকে রাত ১০টা।
কোর্সে নিবন্ধনের শেষ সময় ২৫ ডিসেম্বর ২০২০, শুক্রবার।
নিবন্ধন ফ্রি : ১৫০০ টাকা মাত্র।
ক্লাস শুরু : ৩১ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার।
#কোর্সের অতিথি প্রশিক্ষক
মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহাদ্দিস ও কলামিস্ট
মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় সম্পাদক, বার্তা২৪ ডটকম
জহির উদ্দিন বাবর, সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম
হুমায়ুন আইয়ুব, সম্পাদক, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম
#কোর্স পরিচালক ও মুখ্য প্রশিক্ষক
আমিন ইকবাল, বিভাগীয় সম্পাদক, দৈনিক সময়ের আলো
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম
#কোর্সে অংশ নিতে নিবন্ধন ফি বিকাশ করে এই লিংকে https://forms.gle/WA2BFxQVPuozfUfk8 গুগল ফরমটি পূরণ করুন আজই। অথবা ফোন করুন ০১৭৬০-৬৪৮৭৩৪, ০১৮১৬-৫৩০১৬২ নম্বরে। বিকাশ নম্বর : ০১৯৪৫-১০৪৭৮৫
লেখক : বিভাগীয় সম্পাদক, জাতীয় দৈনিক সময়ের আলো, ঢাকা।