ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গ্যানিংগঞ্জ বাজারের উদ্যোগে ৩দিন ব্যাপি তাফসিরুল কোরআন মহা সম্মেলন আগামী ৯,১০ ও ১১ ডিসেম্বর Logo সম্মিলিত প্রয়াসের মাধ্যমে নৌকাকে বিজয়ী করুন : এমপি আবুজাহির Logo বানিয়াচংয়ে হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি উন্নয়ন পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত Logo বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদের উদ্যোগে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন এমপি মজিদ খান Logo বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo নৌকা মার্কার সমর্থনে বানিয়াচং দক্ষিণ যাত্রাপাশা বনমুথুরা ভূমিহীন নারী-পুরুষের মিছিল Logo বানিয়াচংয়ে সরকারি প্রণোদনার ৭ হাজার ১শ’ কৃষককে সার-বীজ প্রদান Logo বানিয়াচংয়ে ফারুক চৌধুরী মিতুর মৃত্যুতে আলহাজ্ব রেজাউল মোহিত খানের শোক Logo বর্ণাঢ্য আয়োজনে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লিখতে ভালোবাসি

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৩:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • ১৩৭ বার পড়া হয়েছে

গোলাম রাজ্জাক কাসেমী :

নিজের সৃজনশীলতাকে অমর করে রাখার শ্রেষ্ঠ মাধ্যম হলো লেখালেখি ৷ কালের আবর্তে একদিন সবাই বিলীন হয়ে যাবো, কিন্তু আমাদের লেখাগুলো থেকে যাবে আমাদের অস্তিত্বের সাক্ষী হয়ে চিরকাল৷ আমাদের অনুপস্থিতিতে আমাদের লেখাজোখাই আমাদেরকে স্মরণীয় করে রাখবে অনন্তকাল ৷ তাই বলি, একজন লেখকের মৃত্যু নেই ৷ সে বেঁচে থাকে তার লিখনীর মাঝে ৷
লিখিত বর্ণনা আমাদেরকে সংযোগ করিয়ে দেয় অতীতের ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে ৷ লেখার সেতুবন্ধনে আমরা হারিয়ে যাই হাজার বছর পূর্বে ৷ খোঁজে পাই আমাদের শেকড়ের সন্ধান ৷ মূর্ত হয়ে উঠে চৌদ্দশত বছর পূর্বের সেই সোনালি যুগের মধুর চিত্র ৷ কলমের আঁচড়ে জীবন্ত হয়ে উঠে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ৷ যা পাঠের মধ্যদিয়ে এগিয়ে যায় দেশ ও সমাজ ৷

আমিও আলোকিত হতে চাই এবং আলোকিত করতে চাই— তাই লিখতে ভালোবাসি, কেননা একজন লেখকের পথ অনেক দীর্ঘ ও সমৃদ্ধ ৷
তাকে প্রচুর পড়েতে হয় এবং চারপাশটাকে জানতে হয়, তাই ভালো লেখক হওয়ার জন্য প্রথমে তাকে নিবিষ্ট  পাঠক হতে হয় এবং জ্ঞান ও গুণে সমৃদ্ধ হতে হয় ৷ তাই লেখক হবার স্বপ্ন পূরণে— ভালো পাঠক হওয়াও অপরিহার্য হয় বটে ৷

লিখতে ভালোবাসি কারণ, এটি জ্ঞান  আহরণ ও বিতরণের একটি টেকসই মাধ্যম, যা কালের ঘর্ষণে কখনো হারিয়ে যায় না, বরং কাল থেকে কাল হয়ে মহাকালের সীমানা ছুঁয়ে নির্মিত হয় লেখালেখির পথ ৷ যেখান থেকে বর্তমান ও ভবিষ্যতে  উপকৃত হয় সভ্য পৃথিবীর বিপুল জনগোষ্ঠী ৷

যে সমাজে আমি দাঁড়িয়ে আছি এর প্রতি আমার একটি দায়বদ্ধতা আছে ৷ সমাজ বিনির্মাণের দায়িত্ববোধ থেকে আমার হৃদয়ে আলোড়িত হয় চেতনা ও বিশ্বাসের বাণী ৷ আমারও  লিখতে ইচ্ছে করে এক-পৃথিবী ৷ হৃদয়ের কথা বলতে হই ব্যাকুল ৷ আত্মার শব্দমালা জেগে উঠে প্রকাশ করতে চায় শত কথা, শত ব্যথা ৷ আর এই প্রকাশভঙ্গি ব্যক্ত করার যতগুলো মাধ্যম আছে তারমধ্যে  সবচেয়ে শক্তিশালি মাধ্যম হচ্ছে লেখালেখি ৷ এর মধ্যদিয়ে নিজেকে বলিষ্ঠভাবে প্রকাশ করতে পারি এবং বিশ্বাসের জায়গাটিকে পূর্ণ শক্তিমত্তার সঙ্গে নির্মাণ করতে পারি ৷
তাইতো লিখতে ভালোবাসি, যেন এই পৃথিবীর পাতায় পাতায় ছড়িয়ে দিতে পারি বিশুদ্ধতার বাণী ৷

লেখক : গোলাম রাজ্জাক কাসেমী,

বন্দর, নারায়ণগঞ্জ ৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

গ্যানিংগঞ্জ বাজারের উদ্যোগে ৩দিন ব্যাপি তাফসিরুল কোরআন মহা সম্মেলন আগামী ৯,১০ ও ১১ ডিসেম্বর

লিখতে ভালোবাসি

আপডেট সময় ০৩:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১

গোলাম রাজ্জাক কাসেমী :

নিজের সৃজনশীলতাকে অমর করে রাখার শ্রেষ্ঠ মাধ্যম হলো লেখালেখি ৷ কালের আবর্তে একদিন সবাই বিলীন হয়ে যাবো, কিন্তু আমাদের লেখাগুলো থেকে যাবে আমাদের অস্তিত্বের সাক্ষী হয়ে চিরকাল৷ আমাদের অনুপস্থিতিতে আমাদের লেখাজোখাই আমাদেরকে স্মরণীয় করে রাখবে অনন্তকাল ৷ তাই বলি, একজন লেখকের মৃত্যু নেই ৷ সে বেঁচে থাকে তার লিখনীর মাঝে ৷
লিখিত বর্ণনা আমাদেরকে সংযোগ করিয়ে দেয় অতীতের ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে ৷ লেখার সেতুবন্ধনে আমরা হারিয়ে যাই হাজার বছর পূর্বে ৷ খোঁজে পাই আমাদের শেকড়ের সন্ধান ৷ মূর্ত হয়ে উঠে চৌদ্দশত বছর পূর্বের সেই সোনালি যুগের মধুর চিত্র ৷ কলমের আঁচড়ে জীবন্ত হয়ে উঠে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ৷ যা পাঠের মধ্যদিয়ে এগিয়ে যায় দেশ ও সমাজ ৷

আমিও আলোকিত হতে চাই এবং আলোকিত করতে চাই— তাই লিখতে ভালোবাসি, কেননা একজন লেখকের পথ অনেক দীর্ঘ ও সমৃদ্ধ ৷
তাকে প্রচুর পড়েতে হয় এবং চারপাশটাকে জানতে হয়, তাই ভালো লেখক হওয়ার জন্য প্রথমে তাকে নিবিষ্ট  পাঠক হতে হয় এবং জ্ঞান ও গুণে সমৃদ্ধ হতে হয় ৷ তাই লেখক হবার স্বপ্ন পূরণে— ভালো পাঠক হওয়াও অপরিহার্য হয় বটে ৷

লিখতে ভালোবাসি কারণ, এটি জ্ঞান  আহরণ ও বিতরণের একটি টেকসই মাধ্যম, যা কালের ঘর্ষণে কখনো হারিয়ে যায় না, বরং কাল থেকে কাল হয়ে মহাকালের সীমানা ছুঁয়ে নির্মিত হয় লেখালেখির পথ ৷ যেখান থেকে বর্তমান ও ভবিষ্যতে  উপকৃত হয় সভ্য পৃথিবীর বিপুল জনগোষ্ঠী ৷

যে সমাজে আমি দাঁড়িয়ে আছি এর প্রতি আমার একটি দায়বদ্ধতা আছে ৷ সমাজ বিনির্মাণের দায়িত্ববোধ থেকে আমার হৃদয়ে আলোড়িত হয় চেতনা ও বিশ্বাসের বাণী ৷ আমারও  লিখতে ইচ্ছে করে এক-পৃথিবী ৷ হৃদয়ের কথা বলতে হই ব্যাকুল ৷ আত্মার শব্দমালা জেগে উঠে প্রকাশ করতে চায় শত কথা, শত ব্যথা ৷ আর এই প্রকাশভঙ্গি ব্যক্ত করার যতগুলো মাধ্যম আছে তারমধ্যে  সবচেয়ে শক্তিশালি মাধ্যম হচ্ছে লেখালেখি ৷ এর মধ্যদিয়ে নিজেকে বলিষ্ঠভাবে প্রকাশ করতে পারি এবং বিশ্বাসের জায়গাটিকে পূর্ণ শক্তিমত্তার সঙ্গে নির্মাণ করতে পারি ৷
তাইতো লিখতে ভালোবাসি, যেন এই পৃথিবীর পাতায় পাতায় ছড়িয়ে দিতে পারি বিশুদ্ধতার বাণী ৷

লেখক : গোলাম রাজ্জাক কাসেমী,

বন্দর, নারায়ণগঞ্জ ৷