আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজারে প্রতি মঙ্গল ও শনিবার ব্রীজ সংলগ্ন রাস্তার দুই পাশে বাঁশ রেখে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল । এতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ ও পথচারীরা।
এ সড়কে দীর্ঘদিন যাবৎ এ অবস্থা চলে আসছে। কিন্তু তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ লক্ষনীয় নয়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেন এগুলো দেখার কেউ নেই। সরেজমিনে বুল্লাবজার চৌরাস্তা ও বাজারের বাঁশ বাজার খ্যাত ব্রীজের পশ্চিম পাশে দীর্ঘ যানজট ও যানবাহনের দীর্ঘ লাইন। যাত্রী সাধারণ ঘন্টার পর ঘন্টা যানবাহনে বসে রয়েছে। ভ্যাপসা গরমে তাদের অবস্থা নাকাল।
হবিগঞ্জগামী যাত্রী আব্দুল কুদ্দুছ মিয়া জানান, আমি প্রায় আধা ঘণ্টা হলো কালাউক থেকে বুল্লাবাজারে এসে যানবাহনে আটকা পড়ে আছি, এখনও বাজার পার হতে পারছি না। বুল্লা বাজারের যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।