আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইয়ে ২১ শে ফেব্রুয়ারি রোববার রাতের ১ম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ইউএনও লুসিকান্ত হাজং, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলমসহ উপজেলা পরিষদ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এদিকে লাখাই প্রেসক্লাব, লাখাই রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লাখাই প্রেস সভাপতি অ্যা্ডভোকেট মোঃ আলী নোয়াজ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, ফোরাম সভাপতি সুশীল চন্দ্র দাস, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত, সাংবাদিক আতাউর রহমান ইমরানসহ নেতৃবৃন্দ।
এ ছাড়াও আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।