আকিব শাহরিয়ার, লাখাই থেকে : “স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ” লাখাই উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার( ৮ই জানুয়ারি) বিকেল ৩টায় বামৈ বি.কে. আইডিয়াল হাইস্কুলে সংগঠনের সভাপতি সাংবাদিক মনর উদ্দিন মনির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ডিএইচ ইকরামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই থানার এস.আই সজীব দেব রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার আতাউর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ- সভাপতি মোজাফফর হোসেন, সাংবাদিক দেবাশীষ আচার্য্য, সাংবাদিক সুশীল দাস, সহকারি শিক্ষক খলিলুর রহমান, মোবারক হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সংগঠনকে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।