আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইয়ে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালা ইউএনও লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় কতৃক বাস্তবায়নে ও লাখাই উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উপজেলা মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, পুলিশ পরিদর্শক তদন্ত মহিউদ্দিন সুমন। কর্মশালায় ফেসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার(ভূমি)লাখাইর ইয়াসিন আরাফাত রানা, সহকারী কমিশনার(ভূমি) আমেনা খাতুন, সহকারী কমিশনার(ভূমি) আফিয়া আমিন। এ দিনব্যাপী কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়।