আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগে সেমিনার ও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে’র সঞ্চালণায় সম্প্রসারণ শীর্ষক সেমনিার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বি সি এস আই আর এর প্রিন্সিপাল সায়েন্টিপিক অফিসার ডক্টর মোঃ সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডাঃ সাহাদত হোসেন।এসময় বক্তব্য রাখেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মেহজিরা বেগম,বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাদিকুল ইসলাম,সুজাত কুমার বণিক ও নাসাতা নাফিসা। বক্তাগণ বলেন, স্থানীয়ভাবে উদ্ধাবিত লাগসই প্রযুক্তির বায়োগ্যাস,সুপারফুট স্পিরোলিনা,সৌর ড্রায়ার ও খাদ্য সংরক্ষণ প্রযুক্তি,বাশঁ টেকসই করন, কোভিড-১৯ বিষয়ে সারগর্বও বিস্তারিত আলোচনা করেন। লাগসই প্রযুক্তির সঠিক ব্যবহার ও জনগণকে এ বিষয়ে আগ্রহী করে গড়ে তুলার গুরুত্বারোপ করেন। এ প্রযুক্তির উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন আলোচক বৃন্দ। আলোচনায় অংশ নেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মোঃ আলী নোয়াজ, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সৈয়দ আফজাল মিয়া, বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাংবাদিক মহসিন সাদেক। সেমিনার শেষে হেলিপ্যাড মাঠে লাগসই প্রযুক্তির সংশ্লিষ্ট স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
You sent Today at 6:04 PM