আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাই উপজেলার স্থানীয় বুল্লাবাজারের শাহ বায়েজিদ রোডে মালিক পক্ষ ও সরকারি ভূমির সীমানা নির্ধারণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপি দোকান মালিক পক্ষ মোঃ রফিকুল ইসলাম তালুকদার এর আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও সহকারী কমিশনার(ভূমি) ইয়াছিন আরাফাত রানা। সীমানা নির্ধারণীতে পরিমাপে দায়িত্ব পালন করেন জেলা রাজস্ব শাখার কানন গো আব্দুল মান্নান পাটোয়ারি, বুল্লা তহশিলদার অরুন কুমার পাল, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মানিক মিয়া, মালিক পক্ষের মনোনীত স্থানীয় আমিন আলহাজ্ব মোঃ সাজিদুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুল্লা বাজার ব্যাকস এর আহব্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, সাবেক ব্যাকস সভাপতি বাদশা মিয়া,ব্যাকস এর সাবেক সাধারণ জাকির হোসেন, সাংবাদিকবৃন্দ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।