বাহার উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাইয়ে জেলা সমবায় ও উপজেলা সমবায়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দুরত্ব মেনে সমবায়দের নিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
করোনা সংক্রমণ বিষয়ে সচেতনতা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং, জেলা সমবায় কর্মকর্তা তানিয়া সুলতানা, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুতি লাল গোপ,জেলা সমবায় অফিসের পরিদর্শক ও কোর্স পরিচালক কান্তি সেন গুপ্ত ও উপজেলা সমবায়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহি।