ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’র নির্বাহী কমিটির সভা Logo বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা Logo এমপি মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর নক আউট পর্বের খেলায় বিজয়ী সুর্যসেনা ও পপুলার-বি Logo বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই: বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি Logo এমপি মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্টে ১ম রাউন্ডে শরীফখানী ও টাউন বি-ক্লাব বিজয়ী Logo বানিয়াচংয়ে এমপি আব্দুল মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর বর্ণাঢ্য উদ্বোধন Logo আজ উদ্বোধন হচ্ছে এমপি মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ Logo বানিয়াচংয়ে বিষ প্রয়োগ করে মাছ নিধন : ২লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান Logo বানিয়াচংয়ে ইসলামি সংগ্রাম পরিষদের আহবায়ক কমিটি গঠন Logo আগামীকাল বানিয়াচংয়ে আসছেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী

লাখাইয়ে সবজি চাষে স্বাবলম্বী আশিক মিয়া

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • ১১৪ বার পড়া হয়েছে

আকিব শাহরিয়ার, লাখাই থেকে : বিগত ২ বছর যাবত মৌসুমি শাক-সবজি, টমেটো, লাউ, শসাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন আশিক মিয়া। ১ বছর আগাম লাউ চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী  হয়ে উঠেছেন তিনি। শ্রাবণ মাসের শুরুতে নিজস্ব ৪৫শতাংশ জমিতে লাউ চাষ করেন তিনি। জমি তৈরি, বীজ সংগ্রহ ও পরিচর্যায় তার মোট ২০ হাজার টাকা খরচ হয়। বীজ রোপনের ৫৫দিন পর ফসল সংগ্রহ শুরু হয়। ফলন ভালো হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় তিনি খুব-ই আনন্দিত। ইতেমধ্যে তার এক লাখ সত্তর হাজার টাকার লাউ বিক্রি হয়েছে। ফসল তোলা প্রায় শেষের দিকে। তবুও ফসল থেকে আরো কিছু টাকা পাবেন বলে আশা করছেন আশিক মিয়া।

 

 

ছবি- নিজের কৃষি জমিতে আশিক মিয়া।

উপজেলার পূর্ব সিংহগ্রাম এর সফল সবজি চাষী আশিক মিয়ার সাথে আলাপকালে জানা যায়, ৪৮বছর বয়সী আশিক মিয়া চট্টগ্রাম ওয়েল গ্রুপে ইলেকট্রিক বিভাগের গ্রুপ ইনসার্চ হিসেবে কর্মরত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে গত পাঁচ বছর আগে তার নিজ বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর তিনি বেকার বসে না থেকে নিজস্ব কৃষি জমিগুলো দেখভাল শুরু করেন। পাশাপাশি চাষাবাদের উন্নত কলাকৌশল আয়ত্ত করার লক্ষে ইন্টারনেটভিত্তিক ইউটিউব এ বিভিন্ন ভিডিও দেখার পর তিনি বিশেষ সবজি চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেন। বিগত দুই বছর যাবত টমেটো, লাউ, বরবটি ও শসাসহ অন্যান্য সবজি চাষ করে আসছেন তিনি। ফলে আজ তিনি অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠছেন। কৃষক আশিক মিয়া আরো জানান, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ এ ক্ষেত্রে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’র নির্বাহী কমিটির সভা

লাখাইয়ে সবজি চাষে স্বাবলম্বী আশিক মিয়া

আপডেট সময় ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০

আকিব শাহরিয়ার, লাখাই থেকে : বিগত ২ বছর যাবত মৌসুমি শাক-সবজি, টমেটো, লাউ, শসাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন আশিক মিয়া। ১ বছর আগাম লাউ চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী  হয়ে উঠেছেন তিনি। শ্রাবণ মাসের শুরুতে নিজস্ব ৪৫শতাংশ জমিতে লাউ চাষ করেন তিনি। জমি তৈরি, বীজ সংগ্রহ ও পরিচর্যায় তার মোট ২০ হাজার টাকা খরচ হয়। বীজ রোপনের ৫৫দিন পর ফসল সংগ্রহ শুরু হয়। ফলন ভালো হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় তিনি খুব-ই আনন্দিত। ইতেমধ্যে তার এক লাখ সত্তর হাজার টাকার লাউ বিক্রি হয়েছে। ফসল তোলা প্রায় শেষের দিকে। তবুও ফসল থেকে আরো কিছু টাকা পাবেন বলে আশা করছেন আশিক মিয়া।

 

 

ছবি- নিজের কৃষি জমিতে আশিক মিয়া।

উপজেলার পূর্ব সিংহগ্রাম এর সফল সবজি চাষী আশিক মিয়ার সাথে আলাপকালে জানা যায়, ৪৮বছর বয়সী আশিক মিয়া চট্টগ্রাম ওয়েল গ্রুপে ইলেকট্রিক বিভাগের গ্রুপ ইনসার্চ হিসেবে কর্মরত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে গত পাঁচ বছর আগে তার নিজ বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর তিনি বেকার বসে না থেকে নিজস্ব কৃষি জমিগুলো দেখভাল শুরু করেন। পাশাপাশি চাষাবাদের উন্নত কলাকৌশল আয়ত্ত করার লক্ষে ইন্টারনেটভিত্তিক ইউটিউব এ বিভিন্ন ভিডিও দেখার পর তিনি বিশেষ সবজি চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেন। বিগত দুই বছর যাবত টমেটো, লাউ, বরবটি ও শসাসহ অন্যান্য সবজি চাষ করে আসছেন তিনি। ফলে আজ তিনি অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠছেন। কৃষক আশিক মিয়া আরো জানান, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ এ ক্ষেত্রে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছন।