লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে শীর্ষ মাদক সম্রাটসহ ৪ মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এস আই সজীব দেব রায় সঙ্গীয় ফোর্স কং/কবির হোসেন, কং/ফারুক, নারী কং/ শিউলি আক্তার, কং/ শোভন, কং/ নাসির কং/ সোহেল ,কং/ মমিনুল হক, কং/ আক্তার হোসেন, কং/ ফরহাদ, কং/ সুলতান আহমদসহ লাখাই থানা এলাকায় মাদকদ্রব্য অভিযান ডিউটি করাকালীন সময়ে লাখাই থানাধীন ৪ নং বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ মাদক সম্রাট আলাউদ্দিন আলন (৪১), তার স্ত্রী রোশেনা বেগম (৩৫), পলাশ মীর (৩৫) ও রাধে শ্যাম শীল প্রকাশ এংগু শীলকে ১০ পুরিয়া গাঁজা এবং ৬৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ১নং আসামী আসামী আলাউদ্দিন আলন এর নামে ৩ টি মাদক মামলা ও ২ টি ডাকাতি মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে। উক্ত ঘটনায় লাখাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। তাই সকল মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশ সক্রিয় রয়েছে।এ ব্যাপারে লাখাই থানা ওসি ( তদন্ত) অজয় চন্দ্র দেব জানান, এঅভিযান চলমান থাকবে।
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে শীর্ষ মাদক সম্রাটসহ ৪ মাদকসেবী পুলিশের খাঁচায় বন্দি
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:৫৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- ৭৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ