আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ডিসেম্বর) দুপুর ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার ‘দে এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) ইয়াসিন আরাফাত রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সায়েদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ অপু কুমার সাহা, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার প্রমুখ। সভায় প্রধান অতিথি মুশফিউল আলম আজাদ বলেন, পাক হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, রাজাকার আলশামসরা চেয়েছিল বাঙ্গালি জাতিকে মেধা শুন্য করার। তারা পরিকল্পিতভাবে জাতির গর্বিত সন্তানদের নির্মমভাবে হত্যাকান্ড চালায়। পরবর্তীতে ১৯৭৫ সালে পাক হানাদার বাহিনীর প্রেতাত্মারা বাঙালী জাতির অভিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করে। জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে অক্লান্ত পরিশ্রম করে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক, গীতা পাঠ করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়।
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- ৯৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ